Wednesday, March 6, 2019

আধুনিক খাদ্যে কম খরচে মাছ চাষ , একুয়া নেচার



একুয়া নেচার  
১০০ শতাংশ পুকুরের হিসাবে

এই মিশ্রণটি তৈরির  ৭-৮ দিনের মধ্যে পুকুরে দিতে হবে। 

২টি পদ্দতিতে এই মিশ্রণ তৈরি করে সপ্তাহে ২ দিন পুকুরে ছড়িয়ে দিলে মাছ চাষে লাভবান হউয়া যাবে।
 





মোট উপাদানঃ
১। অটো কুড়া    - ২৫ কেজি
২। মোলাসিস     - ৫ কেজি
৩। হাঁসের ডিম   - ৪ টি
৪। ইস্ট        - ২৫০ গ্রাম
৫। ডালের বেসন  - ২ কেজি
৬। তাজা গোবর  - ২০ কেজি
৭। বাঁশ ঝাড়ের গোরার মাটি ৩০০ গ্রাম
৮। বিলের / খালের / নদীর পানি

পদ্দতিঃ  ০১
১। অটো কুড়া    - ৩ কেজি
২। মোলাসিস     - ৩ কেজি
৩। হাঁসের ডিম   - ৪ টি
৪। ইস্ট        - ১৫০ গ্রাম
৫। ডালের বেসন  - ২ কেজি + ১০ লিটার পানি
৬। তাজা গোবর  - ২০ কেজি + প্রয়োজন মত পানি
৭। বাঁশ ঝাড়ের গোরার মাটি ৩০০ গ্রাম
৮। বিলের / খালের / নদীর পানি  - ২০০ লিটার
সবগুলি উপাদান ভালভাবে মিশিয়ে ঘড়ির কাটার দিকে আধা ঘণ্টা ঘোরাতে হবে। এর পর মিশ্রণটি একটি ড্রামে রেখে ড্রামের মুখ সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ৪৮-৬০ ঘণ্টা। এই মিশ্রণটি প্রতিদিন সকালে ও বিকালে ১০/১৫ বার ঘড়ির কাটার দিকে ঘোরাতে হবে।
৩/৪ দিন পর সূর্যালোকে ১০০ শতাংশের পুকুরে ছিটিয়ে দিতে হবে। প্রতি সপ্তাহে ১ দিন।


পদ্দতিঃ ০২
১। মোলাসিস ০২ কেজি
২। ইস্ট ১০০ গ্রাম
এই উপাদান ২ টি ৩ লিটার পানিতে ভালভাবে মিশিয়ে, এই মিশ্রণটি ২২ কেজি অটো কুড়ার উপর ছিটিয়ে দিন। এর পর মিশ্রণটি একটি ড্রামে রেখে মুখ সুতি কাপড় দিয়ে ভাল করে বেধে ৪৮-৬০ ঘণ্টা রেখে দিন।
৩/৪ দিন পর প্রথম মিশ্রণ পুকুরে দেওয়ার পরের দিন সূর্যালোকে ছিটিয়ে দিন। 








No comments:

Post a Comment

মৎস্য চাষে Probiotic কেন ব্যাবহার করবেন

Application & Benefits of Probiotic in Aquaculture The word Probiotic was first introduced by to describe “substances secreted ...